আমার হৃদয় নিয়ে খেলে গেছো পাশা খেলা।
কখনো বা কানামাছি। করে গেছো হেলাফেলা।
কখনো ধরেছো হাত একান্তে কাছে পেলে।
যোজন যোজন দূরে কখনো দিয়েছো ঠেলে।
সয়ে গেছি মুখ বুঁজে- চোখের পানিতে ভিজে।
কাউকে বলিনি- ব্যথা বয়ে গেছি নিজে নিজে।
বহু দূরে চলে যাবে- নাকি আমি পাশে পাবো?
সাপলুডু খেলা আর কতোদিন খেলে যাবো!


রচনাকাল: ঢাকা, ১১ অক্টোবর ২০১৮