গ্রীষ্মকালে আমের দিনে আমজনতা আম খাবে।
গাম্বুফল খাবে বানর, পেটের ভিতর কামড়াবে।
নেংটা হয়ে কাঁদবে বানর হাসপাতালের দরজায়;
যন্ত্রপাতি আসবে কখন, পেটের ব্যথায় জান যায়।
স্বাস্থ্য খাতের কেনাকাটায় চলছে কেবল মচ্ছব;
বসন্তেরই কোকিল এসে করছে মধুর কলরব।
হাসপাতালের অথারিটি যন্ত্রপাতিই কিনবেন;
খালি মেঝেয় শুয়ে শুয়ে রোগীরা সব চিনবেন।
সাত কোটিতে হচ্ছে কেনা আশি লাখের যন্ত্র;
উন্নয়নের প্রশাসনে এটাই কি মূলমন্ত্র?


রচনাকাল: ঢাকা, ১১ জুন ২০১৯


পাদটীকা : স্বাস্থ্য খাতে কেনাকাটার বিষয়ে আজ ১১ জুন ২০১৯ তারিখের দৈনিক 'বাংলাদেশ প্রতিদিন' পত্রিকায় ' স্বাস্থ্যখাতে তুঘলকি কান্ড' শিরোনামে প্রতিবেদন বেরিয়েছে।