যা কিছু বলেছো আমাকেে তার সবই সত্য বলে মানি।
বিপুলা এ পৃথিবীর মাঝে বাস, তার কতোটুকু জানি!
চারপাশে যতো কিছু দেখা যায়, তার কতোটুকু চেনা?
দৃষ্টির আড়ালেই বেশি রয়ে যায়, তা চোখেও পড়ে না।
আমাকে মিথ্যা বলো না তুমি, এই বিশ্বাস নিয়ে আছি।
আজীবন রবো, তা দূরেই থাকো বা থাকো কাছাকাছি।
অন্তরের গভীরতম স্থানে তোমাকে দিয়েছি আমি ঠাঁই।
জন্ম জন্মান্তরে শুধু তোমাকেই যেনো ভালোবেসে যাই।
মানুষের মন বুঝা দায়, বদলাতে পারে সময়ে অসময়ে।
এনিয়ে ভাবি না আমি, আমার হৃদয়ে আছো, যাবে রয়ে।
করে যাবো আমার যা কাজ, তোমাকে পাওয়ার সাধনা।
মনের জগতের সর্বত্রই অহর্নিশি তোমারই আনাগোনা।
আমার বাগানে যতো ফুল ফোটে,সেথা যতো পাখি গায়;
জেনে রাখো, তোমার আশায় শুধু তোমারই প্রতীক্ষায়।
একবারো আসো যদি মনের ভুলে সেইখানে কোনোদিন।
আমাকে পাবে তুমি। শোধ করো ভালোবাসার এই ঋণ।


রচনাকাল: ঢাকা, ২১ নভেম্বর ২০১৮।