কোথায় বল’ সত্য জিতে ?
রায় দিয়েছেন সত্যজিৎএ।–
হীরক রাজার দেশে চল’
মূখে মূখে সবাই বল’-
বাহা-বাহা!
কেউ বলে না এই কথা যে মিথ্যে ডাঁহা !


রাজ জোতিষী হিসেব কষে
হেলেদূলে বলেন হেসে,
সূর্য উঠে পশ্চিমে।–
আকাশ থেকে টুপ করে
একটা সাদা ডিম পড়ে,
মুরগী হলো সেই ডিমে।–
রাজ্যসভায় আইন হলো
এই সত্য সবাই বল’-
বল’ হাঁ-হাঁ।
কেউ বলে না এই কথা যে মিথ্যে ডাঁহা !


শান্তি পাবো কোথায় গেলে?
এমন দেশটি কোথায় মেলে?
হীরক রাজার দেশে চল’
মূখে মূখে সবাই বল’-
আহা-আহা!
কেউ বলে না এই কথা যে মিথ্যে ডাঁহা !


মন্ত্রী বলেন, কে কথা কয়?
নাই কীরে তার কোন ডর-ভয়?
কেমনে সাহস পায় বুকে !
এই দেশেতেই শান্তি আছে,
চল’ এবার রাজার কাছে,
দেশ ভরেছে নিন্দুকে।
এই দেশেতেই শান্তি জানো।
সেই কথাটি সবাই মানো-
বলি যাহা।
কেউ বলে না এই কথা যে মিথ্যে ডাঁহা !


কোথায় ব্যক্তি স্বাধীনতা?
কেউ বলে না কোন কথা।
কেমন করে এমন হলো?
হীরক রাজার দেশে চল’
জানবে তাহা।
কেউ বলে না এই কথা যে মিথ্যে ডাঁহা !


আমজনতা বকবকালে
উন্নতি নাই কোন কালে।
চালাও লাঙল-ঘোরাও চাকা।
কাজ কর’-ভাই -কাজ কর’
গতর খেঁটে দেশ গড়’-
রাজকোষেতে জমবে টাকা।
মন্ত্রী আছে, আমলা আছে-
মামলা আছে, হামলা আছে-
কথা কহাঁ!
কেউ বলে না এই কথা যে মিথ্যে ডাঁহা !


রচনাকাল: ঢাকা, ২৯ জানুয়ারি ২০১৫।