সে 'তুমি' তেমনি আছো, হাসি হাসি মুখ;
অবাক তাকিয়ে থাকা মায়াময় চোখ।
কালো কালো এলোচুলে রাতের আকাশ;
সেখানে লুকিয়ে থাকে তারার আলোক।


নাকের ডগার ঘামে গোলাপের ঘ্রাণ;
বাঁকানো দু'ঠোঁট আজো বিস্ময়ে ভরা।
কানের ঝুমকো ফুল আগেরই মতো;
গালের লালিত্য আজো মন আকুল করা।


সবি আছে ঠিকঠাক, বদলায়নি কিছু;
বদলে গেছে শুধু তোমার ঐ মন।
এখনো ভোমরা আসে মধু খেতে রোজ;
নেই সেই উম্মাতাল জারুলের বন।


একটি ভ্রমর ছিলো নিলাজ, বেহাল;
ভালোবেসে কাছে এসে বসেছিলো ঠায়।
তুমিও তাকে ডেকে নিয়েছিলে পাশে;
যতনে রেখেছিলে মায়া-মমতায়।


হঠাৎ ঝড়োহাওয়া এলো কোথা হতে;
ভেঙে গেলো সাথে তার সুখেরই স্বপন।
ভুল বুঝে তাকে ঠেলে দিলে বহুদূরে;
তবু সে তোমার কথা ভাবে অনুক্ষণ।


রচনাকাল: ১ জুলাই ২০২৩।