স্বাধীনতা মানে নিজেকে সামলে চলা।
স্বাধীনতা মানে মেপে মেপে কথা বলা।
স্বাধীনতা মানে নিশানায় হেঁটে যাওয়া।
স্বাধীনতা মানে অনেক হোঁচট খাওয়া।
স্বাধীনতা মানে স্বপনের বীজ বোনা।
স্বাধীনতা মানে অপরের কথা শোনা।
স্বাধীনতা মানে শৃঙ্খলাহীন নয়।
স্বাধীনতা মানে  কুনীতির পরাজয়।
স্বাধীনতা মানে জীবনের জয়গান।
স্বাধীনতা মানে ঝরণার কলতান।
স্বাধীনতা মানে কপোতীর শ্বেত ডানা।
স্বাধীনতা মানে ঘোড়ার লাগাম টানা।
স্বাধীনতা মান সুরেলা মোহন বাঁশি।
স্বাধীনতা মানে উচ্ছাস ভরা হাসি।
স্বাধীনতা মানে সংহত যৌবন।
স্বাধীনতা মানে নিজেকে নিজে শাসন।
স্বাধীনতা মানে অনেক ধৈর্য্য থাকা।
স্বাধীনতা মানে আবেগ আগলে রাখা।
স্বাধীনতা মানে অন্যেরও স্বাধীনতা।
স্বাধীনতা মানে চিত্তের প্রসারতা।
স্বাধীনতা মানে শত যন্ত্রণা ভোলা।
স্বাধীনতা মানে সমাজকে টেনে তোলা।
স্বাধীনতা মানে বুকভরা নিশ্বাস।
স্বাধীনতা মানে স্বাধীনতায় বিশ্বাস।
স্বাধীনতা মানে মুক্তির কথকতা।
স্বাধীনতা মানে সীমাহীন উদারতা।
স্বাধীনতা মানে কাজ করা অবিরাম।
স্বাধীনতা মানে জীবনের সংগ্রাম।
স্বাধীনতা মানে মানবিক বোধোদয়।
স্বাধীনতা মানে মানচিত্র শুধু নয়।


রচনাকাল: ঢাকা, ১৫ মার্চ ২০১৫