স্বাধীনতা তুমি খয়েরী ক্ষেত;
কৃষাণের পাকা ধানসমেত।
কুলি-মজুরের গায়ের ঘাম।
রিক্সাঅলার হাসির দাম।


তুমি শ্রমিকের কলের চাকা।
মায়ের আঁচলে আগলে থাকা
শিশুটির ছোট পায়ে হাঁটাহাঁটি।
বটবৃক্ষের ছায়া পরিপাটি।


কবিতায় তুমি-গানের সুরে।
যমুনায় তুমি-পথের মোড়ে।
নির্যাতিতের কন্ঠের স্বর।
মৃত্যুঞ্জয়ী তুমি-অবিনস্বর।


রচনাকাল: ঢাকা, ২৬ মার্চ ২০১৭