শরীরের উত্তাপে প্রেম পুড়ে যায়;
ভালোবাসা হয়ে যায় দূরের আকাশ।
বুঝতে পারো না তুমি মন কি যে চায়;
নাকে নাক ঘষে ছাড়ো দীর্ঘশ্বাস।


প্রজাপতি হয়ে মন নাচে ফুলে ফুলে;
শরীর পেখম মেলে ময়ূরের মতো।
বসন্তের বাতাসে মন দোল দোল দোলে;
শীতের রাত্রে ওম খুঁজো অবিরত।


কায়াহীন মায়া যেনো আকাশের চাঁদ;
জোছনা ছড়িয়ে দেয় এই পৃথিবীতে।
শরীর ভুলিয়ে দেয় ক্লেদ অবসাদ;
মন চায় ভালোবেসে বুকে তুলে নিতে।


আমি তো আগেরই মতো তোমারি আছি;
দেহ আর প্রাণ জুড়ে কর' যাওয়াআসা।
তুমি আছো হৃদয়ের খুব কাছাকাছি;
শরীরের বাঁকে খুঁজে ফিরি ভালোবাসা।


রচনাকাল: ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২২।