পবিত্র মদিনা আলমনোয়ারায় শুয়ে আছেন বিশ্ব মানবতার প্রতীক মহানবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
প্রতিনিয়ত তুমি তাঁকে অস্বীকার করে আসছো।
ফেসবুকে দিয়ে যাচ্ছো মিথ্যে অপবাদ, যেমন দিয়েছিলো আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত আবু লাহাব।
নিজেকে মহাজ্ঞানী ভাবছো হে কুয়োর ব্যাঙ।
নিজ চোখে দেখে যাও, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষ মানুষ কিভাবে ছালাম জানাচ্ছে প্রতিদিন মসজিদে নববীতে মহানবীর মাজার শরীফে এসে।
হে অবিশ্বাসী, বিধর্মীদের দেশে বসে অপব্যাখ্যা দিয়ে যাচ্ছো আল কোরআন আর হাদীস শরীফের।
বিশ্ব মুসলিম তাতে বিব্রত হবেনা, বিচলিত হবে না।


আফসোস, তোমাদের কেউ কেউ মুসলমান রমণীর গর্ভে জন্ম নিয়ে জঘন্য পাপাচারে লিপ্ত রয়েছো।
সতর্ক হয়ে যাও, সংশোধন নিয়ে আসো নিজের অপবিশ্বাসের, জঘন্য জীবনের।
তুমিও হতে পারো হজরত ওমর রাদিআল্লাহু আনহুর মতো, যুবক বয়সে যিনি আলকোরআন পড়ে ইসলাম কবুল করছিলেন।
নাহলে লান্যৎ তোমার জন্যে অপেক্ষমাণ, যেমনটি হয়েছিলো আবু লাহাব অথবা আবু জেহেলের জীবনে।


রচনাকাল: হরম শরীফের বাইরের চত্বর, ২৭ জুলাই ২০১৯


পাদটীকা : ফেসবুকে কিছু অবিশ্বাসীর ইসলাম ও রাসুল (সাঃ) এর বিরুদ্ধে নেতিবাচক স্টেটাস দেওয়ার প্রেক্ষিতে।