ভাগাভাগির জিনিস তো নয় ভালোবাসা;
ভাগ করে নেয়া যায় না ভালোবাসার মানুষটিকে।
রূপবতী আর গুণবতী হয় যদি সে নারী,
কাছে পাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নামবে নানাবয়েসী হাজারো পুরুষ।
সবাই তোমাকে ভালোবাসবে হে পূর্ণিমাসী চাঁদ;
তুমি কার হবে?


আমার শ্রেষ্ঠতম কবিতায় আমি তোমাকে চাইবো অন্তর দিয়ে।
আমার গানের লিরিক সুরের মূর্ছনায় তোমার চারপাশ আন্দোলিত করবে।
আমি আকুল হয়ে কালজয়ী তসবীর আঁকবো তোমার।
প্রাণপাত করবো তোমার প্রতীক্ষায়;
যুগ যুগ অপেক্ষায় কাটবে আমার দুঃসহ জীবন।
কেউ আমার চাইতেও বেশি ভালোবাসুক তোমাকে,
তাতে কিছুই যায় আসে না আমার।
আমি তোমাকে চাই, তোমাকে চাই;
শুধু তোমাকেই চাই।


রচনাকাল: মদিনা আল মনোয়ারা, ২৩ জুলাই ২০১৯