যাদুকরী প্রতিভা তোমার;
আমি সামনে এলেই 'নাই' হয়ে যাও।
তোমার অস্থিমজ্জার অস্তিত্ব থাকে না;
তোমাকে অনূভব করি আমার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে।
তোমার বাড়ির সামনের সবুজ বাতি নেভানো থাকে;
ঘুটঘুটে অন্ধকার।
দূর থেকে দেখতে পাই সেই আলো;
কাছে এলেই আর দেখি না।
এই মোহনীয় যাদুর ছলাকলার কিইবা প্রয়োজন;
আমার চলার পথটা একেবারে বন্ধ করে দিলেই তো পারো!
সবুজ বাতি নিভিয়ে রেখে কতোদিন চলবে আর;
মনের বাতিটাও নিভিয়ে দাও।
নিজেকে লুকিয়ে রাখার অস্বস্তি দূর হয়ে যাবে;
আমার অস্তিত্বও মুছে যাবে একেবারে।
রচনাকাল: ঢাকা, ২৩ মার্চ ২০২৩।