তোর সময় নেই দুদন্ড কথা বলার!
ছুটি দিলি আমাকে?
অপেক্ষায় না থাকতে বারণ।
যখন সময় হবে তখন ডেকে নিবি আমাকে !
বেশ তো অপেক্ষায় থাকবো না আমি।
ঘুমিয়ে যাবো অনন্ত ঘুমে।
ঘুম আসবে না, জানিই তো।
তোর চোখ, তোর মুখ, তোর নাক, তোর ঠোঁট,
আমার দুচোখের কোণায় অশ্রুর বিন্দু হয়ে লেগে থাকবে।
এক হবে না চোখের পাতা; কি করে ঘুমাবো!
শ্লিপিং পিল খেয়েই ঘুমিয়ে যাবো আমি।
একটা খাবো, দুটা খাবো।
যতোক্ষণ ঘুম না আসছে ততোক্ষণ খেতেই থাকবো।
তিনটা.. চারটা...পাঁচটা....অনেকগুলো.....
তোর সময় হলে আমাকে ডেকে দিস্।


রচনাকাল: ঢাকা, ২৮ মার্চ ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা-১২০৭।