লোকদেখানো আংটি দিয়ে কি আর হবে;
আঙুল যদি কামড়ে দিলে বাসর রাতে।
সেই স্মৃতি তো এই জীবনে অমনি রবে;
সেই আঙুলও তেমনি রবে আমার হাতে।


ভালোবাসা যায় না ছোঁয়া ফুলের হারে;
ফুলশয্যার শয্যা কেবল শরীর চিনে।
ভালোবাসা রয় না পড়ে পথের ধারে;
হৃদয় পাওয়া যায় না হৃদয় দেওয়া বিনে।


অন্ধকারেও আকাশ ভরা তারার মেলা;
চাঁদবদনী চাঁদ করে যায় লুকোচুরি।
গহীন গাঙে ডুবসাঁতারে ঢেউয়ের খেলা;
অলির ডাকে প্রস্ফুটিত ফুলের কুঁড়ি।


বাঁধবে যেদিন, সাধবে আমায় ভালোবাসা;
সেদিন আমি তোমার কাছে আসবো ফিরে।
জিতবে তুমি, হারবো আমি, মিটবে আশা;
স্বপ্ন দেখা আমার শুধুই তোমায় ঘিরে।


রচনাকাল: ঢাকা, ১৫ জুলাই ২০২১।