সর্ব অঙ্গে ব্যাথা, মলম লাগাবো কোথায়;
গিঁটে গিঁটে ব্যাথা, ব্যাথা পিঠে হাতে পায়।
জিহ্বার ভিতরে ব্যাথা, ঠোঁট কাঁপে জ্বরে;
হাতের তালুতে ব্যাথা তেল মালিশ করে।


চোখের পাতায় ব্যাথা, দেখেও দেখি না;
বুকের ভিতরে ব্যাথা, নতজানু সিনা।
সাপের বিষ রক্তে মিশে আছে সুনসান;
মস্তকের ভিতরে ব্যাথা, যায় বুঝি জান।


অঙ্গে অঙ্গে তুঙ্গে বিরোধ, সঙ্গসুখ নাই;
ক্ষুধামন্দা রোগে ভোগেও শুধু 'খাই খাই'।
পায়ের পাতা দেহের ভারে চলৎশক্তিহীন;
দুই হাতের আঙ্গুলের নখ বিষাক্ত সঙ্গীন।


কলিকালে সত্য নাই, মিথ্যা বেশুমার;
মানবের এই জন্ম বৃথা, বৃথা এ সংসার।
বিবেকের দংশনে ধ্বংস হলো শরীর-মন;
এ জীবনের চেয়ে ভালো হয় যদি মরণ।


রচনাকাল: ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৪।