সত্যি বলা সত্যি কঠিন, মিথ্যেরইতো জয়জয়াকার;
একচক্ষু কানাবগি মৎস্য ধরেই পগার পার।
সরলপথে হাঁটাও কঠিন, কুটনি বুড়ি কাটবে খাল;
ঠ্যাঙ দুখানা ভাঙার পরেই বুঝতে পাবে নিজের হাল।


শিকার ধরার ফন্দি খুঁজে জাল বিছিয়ে মাকড়সা রোজ;
মানুষরূপী মাকড়সারা মানুষ ধরেই করছে ভোজ।
তা ধিন তা ধিন নাচতে পথে কেউ তো কারো ধার ধারে না;
ভুয়া নামে ভুয়াবাজির বাজিখেলাও কেউ ছাড়ে না।


কিলবিলিয়ে চলছে পোকা ময়লা পানির নর্দমাতে;
বাসাবাড়ির পানির লাইন দুষিত আজ একই সাথে।
ন্যায়নীতি সব বুকপকেটে, সোনার লকেট করবে লুট;
বাঁচতে যদি ইচ্ছে করে চোখ বুঁজে দাও লম্বা ছুট।


গোলাম আলীর গজল শোনা বাদ দিয়ে দাও এক্কেেবারে;
গোলাম হয়েই থাকবে ভালো, সোনার ডিম্ব হংসে পাড়ে।
বানর এখন বড্ড চালাক, লেজ দেয় না বাঘের নাকে;
পাকনা কলা পেলেই খুশি, লুকায় ডালে পাতার ফাঁকে।  


রচনাকাল: ঢাকা, ২৫ এপ্রিল ২০২২।