কেউ যদি কুকুরের মতো জিব বের করে তোর দিকে তাকায়, আমার বুকের ভিতর চিনচিন করে উঠে।
মন চায় ওই চোখ দুটো উপড়ে ফেলি, যেমন করে সাইক্লোন উপড়ে ফেলে শিঁকড়সহ আস্ত বটগাছ।
বন্যার প্লাবন বইয়ে দিতে ইচ্ছে করে, কেউ তোকে ইশারায় কাছে ডাকলে।
বিকৃত অঙ্গভঙ্গি করে কেউ তোকে কুৎসিত ইঙ্গিত করলে, মাইরি তার শিশ্ন থেতলে দেবো আমি।
কেউ তোকে ভালোবেসে লাল গোলাপ সাধলেও তাকে রেহাই দেবো না কখনো।


তুই যদি অন্য কারো হতে চাস্ তাহলেও আমি তা হতে দেবো না, যতোক্ষণ প্রাণে বেঁচে আছি।
তোর বুকে পড়বো, করজোড় করে মিনতি করবো।
এমনকি পায়েও ধরবো তোর;
তবু তোকে যেতে দেবো না অন্য কারো কাছে।
শেষরক্ষা না হলে তোর সামনেই আমার হৃদপিন্ড বের করে আনবো নিজ হাতে বুক চিরে।
রক্তগঙ্গায় ভাসিয়ে দেবো তোর চলার পথ;
তুই পা পিছলে পড়ে যাবি আমার মৃতদেহের উপর।


রচনাকাল: ঢাকা, ১১ মার্চ ২০১৯