নাটের গুরু নাটাই হাতে, রঙিন ঘুড়ি আকাশে;
নাট্যশালায় নাট্যজনে, পর্দা কাঁপায় বাতাসএ।
মাঞ্জাঘষা সূতোয় বাঁধা ঘুড়ির আছে উচ্চাশা;
মঞ্চে নাচে খলনায়িকা, কানজুড়ে তার কানপাশা।


উড়ছে ঘুড়ি লেজ নাচিয়ে, সাপের মতোন ফুঁসছে আজ;
মঞ্চ কাঁপিয়ে ভালোবাসার নামতা পড়ে নায়ক রাজ।
নাটের গুরু গুরুগম্ভীর, পোষা কুকুর চারপাশে;
মঞ্চে বসে রাজকুমারী, চোখের জলে বুক ভাসে।


ইচ্ছেমতোই উড়ছে ঘুড়ি, এই দেখাটা সত্যি নয়;
নাটের গুরু নাটাই ধরেই ঘুড়ি উড়ায় সবসময়।
নাট্যশালায় নাটক দেখে কান্না-হাসি দর্শকের;
কল্পকথা নাট্যকারের কলম থেকেই হচ্ছে বের।


রচনাকাল: ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৩।