মধু পেতে মৌমাছি ফুলে ফুলে ছুটবেই;
বাগে পেলে হাতী, পিঠে চামচিকা উঠবেই।


লাভ থেকে কিছু গুড় পিঁপড়ারা কাড়বেই;
সাপ যদি ধরা পড়ে ওঝা বেত মারবেই।


মজার কান্ড করে ভান্ডটা ভাঙলেই;
চুপ থেকো কানমলা খেয়ে কান রাঙলেই।


অপরের পথে কাঁটা দেওয়া যার অভ্যাস;
পায়ে যদি বিঁধে কাঁটা করো নাকো হাঁসফাঁস।


ভালো মনে ভালো কথা কেউ আর শোনে না;
স্বজন গরীব হলে কেউ তারে গোনে না।


জোর করে ক্ষমতায় গেলে শুধু করে চুরি;
পেশী নেড়ে তেড়ে এসে দেখায় সে বাহাদুরী।


অপরের ধন কেড়ে ধনীলোক হওয়া যায়;
কারুনের ধন নাকি পড়ে আছে দরিয়ায়।


হও যদি অপরের চলার পথের যম;
প্রকৃতির প্রতিশোধ হবে,জেনো, নির্মম।


রচনাকাল: ঢাকা, ০৫ মে ২০২৪।