শরীরের স্বাদ শরীরের কাছে, মনের কাছে  অনুমান।
সাদা রঙ কোনো রঙ নয়;
চোখের দেখায় অমনি হয়।
বানরে খেয়ে যায় পাকা কলা, গন্ধ শুঁকে হনুমান।


রচনাকাল: ঢাকা, ২২ এপ্রিল ২০১৯