চোখের সম্মুখে যা কিছুই ঘটে, তাই সত্য বলে মানি।
দৃষ্টির বাইরের বিশাল জগতের কতোটুকু জানি!
কতো মেঘ ভেসে যায় আকাশের দূর সীমা ছেড়ে!
পাহাড়ের চূড়া ঘেঁষে কতো বৃক্ষ রোজই উঠে বেড়ে!
সাগরের তলদেশে কারা বাস করে, কিবা পরিচয়?
পৃথিবীর গর্ভে চাপে উষ্ণতায় কতো কিছু হলো লয়।
দেখিনি নিজের চোখে পৃথিবীর নিজ কক্ষপথে চলা।
মরীচিকা চোখের সামনেই করে যায় কতো ছলাকলা!
মিথ্যে মরীচিকা, তবু সত্য তাকে নিজের আশ্রয়ে রাখে।
কিছু সত্য প্রকাশিত হয়, কিছু সত্য অন্তরালে থাকে।


রচনাকাল: ঢাকা, ১ অক্টোবর ২০১৯