অতীত ঘেটো না তুমি, খুব কষ্ট আর কষ্ট পাবে খুঁজে;
পড়ে থাকো বর্তমান নিয়ে, পাবে সুখ টিলায়-ত্রিভুজে।
অতীত দেবে এনে হৃদপিন্ডে দূষিত রক্তের ধারা;
তার চেয়ে খুঁজে দেখো পরিশুদ্ধ রক্ত দেয় কারা।


কার চোখে বাতিঘর আছে, দূরের নাবিকেরে দেয় আলো;
গভীর সমুদ্রে ডুবেছে জাহাজ যার, সেই জানে ভালো।
ভবিষ্যতে কতোটুকু পাবে আর কিইবা হারাতে পারে;
সেই ভাবনা দূরে রেখে বর্তমানেই ডুব দাও একেবারে।


অতীত ভেবো না তুমি, হৃদপিন্ডের ক্ষত যাবে বেড়ে;
বর্তমানে যা-ই কিছু পাও, যেওনাকো তাকে ছেড়ে।
ভবিষ্যতের ভবিতব্য যাই কিছু থাক, তাকিয়ে দেখো না;
বর্তমানের সুখটাকে ক্ষুদ্র জ্ঞান করে আড়ালে রেখো না।


রচনাকাল: ঢাকা, ২৮ অক্টোবর ২০২১।