নীলকান্ত পেয়েছে নীল মণি;
সুকন্যা আজ হাওয়ায় ভেসে চলে।
এই ফাগুনে প্রেমের পদধ্বনি;
কানে কানে ভোমরা এসে বলে।


সুকন্যার মনটা ভালো নেই;
চোখের কোনে কালো মেঘের ছোপ।
নীলকান্ত হারিয়ে ফেলে খেই;
মনমুকুরে স্মৃতির বায়োস্কোপ।


আজ নয়তো কালকে হবে দেখা;
সুকন্যা তো আসবে ফিরে জানি।
শেষ বিকেলে লাল লালিমার রেখা;
নীলকান্ত দাও মুছে ক্লেদ-গ্লানি।


সন্ধ্যা যাবে, আসবে মধুর রাত;
চাঁদ সোহাগী আসবে হেসে হেসে।
সুকন্যা ঠিক ধরবে তোমার হাত;
নীলকান্ত, তোমায় ভালোবেসে।


রচনাকাল: ঢাকা, ২৬ মার্চ ২০২২।