অমন করে দূর থেকে তাকিয়ে কি দেখো, প্রাণের ভ্রমর?
আমি তো অপেক্ষার প্রহর গুনি,
বাতাসে তোমার পদধ্বনি শুনি।
কিছুক্ষণ কেটে যায় নির্বাক, সম্বিত ফিরে পাই অতঃপর।
সুনসান নীরবতা আগের মতোই, সেই শূন্যই আমার ঘর।


রচনাকাল: ঢাকা, ০৪ জানুয়ারি ২০১৯