শুয়োরের দল ফসলের ক্ষেতে মহাতান্ডবে মাতে;
আকাশ ভেঙে পড়ুক মাথায়, মরুক বজ্রপাতে।
ক্ষমতা রয়েছে, বড়াই হয়েছে দুনিয়া কিনেছে ভেবে;
আমার জমিন, আমার ফসল তছনছ করে দেবে!


নাদুসনুদুস হয়েছে শুয়োর অন্যের কচু খেয়ে;
না খেয়ে আমার পরিজন, ঝরে অশ্রু দু'চোখ বেয়ে।
অনাচার আর অবিচারই যদি আমার প্রাপ্য হবে;
ন্যায়নীতিবোধ হোক প্রতিরোধ, প্রতিশোধ নেবো তবে!


রচনাকাল: ঢাকা, ১৬ জানুয়ারি ২০২২।