কিশোরীর গর্ভে বাড়ে অপুষ্ট ভ্রুণ,
সময়ের আগেই জন্মে বিকলাঙ্গ শিশু।
বাঁচবে কি সেই শিশু বিরূপ পরিবেশে;
যদিও বৈরী নয় উদার প্রকৃতি।


কৃত্রিম আলোর ছটা কালো রাত্রি ঘিরে;
প্রতিদিন ভোরে তবু সূর্যোদয় দেখি।
হিরন্ময় আলোকেই উজ্জীবিত দিন;
সবুজের সমারোহে মগ্ন বসুন্ধরা।


মানুষেরই সৃষ্ট এই অসুস্থ সমাজ;
সভ্যতার বিপর্যয়ে দুর্জনের হাত।
নেতৃত্বের গুণে মানুষ জাগবে আবার;
বাসযোগ্য হবে ফের সমগ্র পৃথিবী।


রচনাকাল: ঢাকা, ২২ ডিসেম্বর ২০২১।