তুমিই কেবল 'সাচ্চা' বল', অন্যরা কয় 'মিছে';
শিয়াল-কুত্তা লেলিয়ে দাও এর পিছে ওর পিছে।
হিসেবনিকেশ হলে 'আসল' 'সুদ'এর সাথে পাবে;
লেজ নাড়ানো কুত্তা-শিয়াল এক ঘাটে জল খাবে।


তুমি খাবে পোলাও পায়েস ফুলের খাঁটি মধু;
অন্যরা সব পান্তা পেঁয়াজ কাঁচা লঙ্কা কদু।
সাদা চুলে কলপ মেখে সাজবে পরিপাটি;
পাকা আমের রস খাবে আর চাটবে সবাই আঁটি।


তালুকদারির নাম ভাঙিয়ে চলবে কতো আর;
চামচারা সব লুটেপুটে হচ্ছে পগারপার।
ধরাকে আজ ভাবছো সরা ধরতে পেরে চাঁদ;
ময়ুর সিংহাসনের নীচেই মস্ত বড়ো খাদ।


সাপের লেজে পাও দেওয়াটা বড়োই ভয়ংকর;
পালিয়ে যাওয়ার পথে পথে কন্টক কংকর।
লাভের লোভে ছুটলে ভীষণ, পিছলে পড়া বাকী;
দিন ফুরোলে দেখবে, সবই 'শুভঙ্করের ফাঁকি'।


রচনাকাল: ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২২।