মোটা চালের দাম বেড়েছে, আকাশ-ছোঁয়া মিনিকেট।
জবর খবর-চাউর খবর-দাম বাড়ালো সিন্ডিকেট।
মজুতদার আর মুনাফাখোর একজোটে আজ-নতুন কী!
ছোট্টবেলা থেকেই দেখা এই ধরনের তূঘলকি।
ব্যব্সায়ী আর জনগণের নজরদারি কার হাতে?
সরকার ক্যান্ হিমশিম খায় সিন্ডিকেশন সামলাতে?
ডান্ডা মেরে ঠান্ডা করার ক্ষমতা রাখে সরকারএ।
টিভি চ্যানেল-মোবাইল ফোনে তথ্য মেলে দরকারে।
তবু কেনো সিন্ডিকেটে পকেট ভরে ধান্দাবাজ?
ঘরে ঘরে পথে পথে সুযোগ খুঁজে চান্দাবাজ?
বাসের ভাড়া বৃদ্ধি করে এক ধরনের সিন্ডিকেট।
রাজনীতি আর প্রশাসনেও দুর্নীতিবাজ ভরছে পেট।
চালের দাম বৃদ্ধি পেলে গরিব লোকের কী উপায়!
জনগণের ত্রাহি ত্রাহি-গলার আওয়াজ ক্ষীণপ্রায়।


রচনাকাল: ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০১৭