তুই টাকি মাছ ছলবলাইয়া ঘুরিস্ খালেবিলে;
বউবাচ্চা সঙ্গে রাখিস্, ধরতে পায় না চিলে।
আমার জমিন বাবার তালুক তুই বাঁচানোর কে!
ডিগবাজি খাস্ যখনতখন, তুই নাচানোর কে?


আমার হুকুম যায় না কানে, ফন্দি এঁটে চলিস্;
একটা কথা বললে পরে দশটা কথা বলিস্।
তোর জিহ্বার ধার কতো তাই দেখবো এবার আমি;
দেখবি এবার আমার কথা কতোটুকুন দামী।


আমার লোকে বরশি ফেলে টোপ দিয়েছে টোপ;
ছিপ হাতে তোর চলার পথে দেখায় বায়াস্কোপ।
আন্ডাবাচ্চাসহ এবার পড়বি ধরা, জানি;
আমায় চেনা নয়তো সহজ, আমি প্যাঁচের রানী।


রচনাকাল: ঢাকা, ৫ এপ্রিল ২০২১