মায়ের মুখের ভাষার সম্মান রাখতে গিয়ে মিছিল করেছিলো যারা
তারা তরুণ ছিলো, যুবক ছিলো তারা।
অত্যাচারী শাসকের ভ্রুকুটি অবলীলায় অবহেলা করেছিলো যারা
তারা তরুণ ছিলো, যুবক ছিলো তারা।
অধিকার আদায়ের পথ দেখিয়েছিলো যারা
তারা তরুণ ছিলো, যুবক ছিলো তারা।
প্রতিবাদের ভাষা শিখিয়েছিলো যারা
তারা তরুণ ছিলো, যুবক ছিলো তারা।
শ্লোগানে শ্লোগানে আকাশবাতাস কাঁপিয়ে দিয়েছিলো যারা
তারা তরুণ ছিলো, যুবক ছিলো তারা।
বন্দুকের নলের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলো যারা
তারা তরুণ ছিলো, যুবক ছিলো তারা।
'রাষ্ট্রভাষা বাংলা চাই' দাবী তুলে শাসকের ভিত কাঁপিয়ে দিয়েছিলো যারা
তারা তরুণ ছিলো, যুবক ছিলো তারা।
যাদের টকটকে লাল রক্তে বায়ান্নোয় রাজপথ রঞ্জিত হয়েছিলো
তারা তরুণ ছিলো, যুবক ছিলো তারা।
মায়ের বুক খালি করে শহীদ হয়েছিলো যারা
তারা তরুণ ছিলো, যুবক ছিলো তারা।


রচনাকাল: ঢাকা, ০১ ফেব্রুয়ারি ২০১৯