তস্করে বশ করে সাদাসিধে লোককে;
ল্যাং মেরে ঠ্যাং ভাঙে মিছেই উজবুককে।
উজবুকে হাসিমুখে মেনে নেয় অন্যায়;
কুলভাঙা ইন্দুর ভেসে যায় বন্যায়।


বোয়ালে ইঁদুর খেয়ে হাই তুলে,'ঘুম আয়';
জেলের জালের ফাঁসে হেসে হেসে ফেঁসে যায়।
ডাকাতে বাহাতে ধরে চাপাতির গোড়াটা;
জেলের বুকের পাশে মেরে দেয় ছোরাটা।


মাছে ভরা ডালা লুটে ফুটে যায় ডাকাতে;
বাড়ি ফিরে কেটে রেঁধে খেতে বসে সে রাতে।
বোয়ালের পেটিটার সবটুকু খাওয়া চাই;
ইঁদুরের গন্ধ! ফেলে দেয় সবটাই।


অন্যের ধন জোরে লুটপাট করা যায়;
ভুলভাল গুল মেরে চোটপাট করা যায়।
সকলের কপালেই সব মাল সয় না;
যতোই নাও না কেড়ে অপরের গয়না।


রচনাকাল: ঢাকা, ২০ নভেম্বর ২০২১।