তেলের দাম বাইড়া গেছে তেলচোরাদের জন্য;
চামচাগিরির তেল মালিশে তাদের জীবন ধন্য।
তেলাপোকা রাইতের বেলায় ঘুইরা খুঁজে খাদ্য;
চামচারা গায় প্রশংসা-গীত, সঙ্গে বাজায় বাদ্য।
কলকি টেনে আঙুল গুনে মিলায় মানসাংক;
আঙুল ফুইলা হয় কলাগাছ, কেমনে মিলাই অংক!


সাদা বিলাই কালা বিলাই ঘুইরা বেড়ায় দর্পে;
কালা গাইয়ের সাদা দুগ্ধ খাইলো রে ভাই সর্পে।
তেল মালিশের তৈলে যদি থাকতো বিষের গন্ধ;
তেল নিয়া এই তেলবাজির সব আকাম হইতো বন্ধ।
আমজনতা ন্যায্য দামে তৈল কিনিতে যাইমু;
লম্বা লাইন দিয়া সবাই চোক্ষের পানি খাইমু।


রচনাকাল: ঢাকা, ১০ মার্চ ২০২২।