বালুচর দেখেছি শীতে যমুনার তীরে;
দেখেছি নদীর ভাঙন বর্ষায়।
দেখেছি প্রচণ্ড খরা বৈশাখে এই বাংলার প্রান্তরে।
মরুভূমির উত্তাপ সয়েছি হাসিমুখে;
সেখানে ঝরে না ঘাম, আগেই শুকায়।
তৃষ্ণায় বেরিয়ে আসে জিব, পানির দেখা নেই কোনো।
মরীচিকা করে উপহাস।
লোহিত সাগরের নোনা জল গাঢ় নীল;
তৃষ্ণায় লাগে না কোনো কাজে।


আমার বাগানে আর ফোটে না কোনো ফুল; চলেছে অকাল বোধন।
আসে না ভোরের পাখি;
প্রজাপতির নেই আনাগোনা।
তবুও আশ্বাস খুঁজি, যদি আসতে ফিরে।


রচনাকাল: ঢাকা, ৫ অক্টোবর ২০১৯।