চোরাবালির ফাঁদ আছে জানতাম;
বিষাক্ত জেলিফিশ আর হাঙ্গরের ধারালো
দাঁতের আঘাতে জীবন হারাতে পারি।
ভেসে যেতে পারি ভাটার টানে দূর সমুদ্রে;
চোখের জল সাগরের নোনা জলে একাকার হয়ে যেতে পারে।


দিকচক্রবালে আকাশ আর পৃথিবীর মিশে যাওয়া দেখতে দেখতে
তোমার আমার মিলনের আকাঙ্ক্ষা বুকে নিয়েই
নিতে হতে পারে শেষ নিশ্বাস।


তবুও তোমার চোখে চোখ রেখে নেমে গেছি মোহনার জলে।


রচনাকাল: ঢাকা, ০১ ডিসেম্বর ২০১৯