ঘরেই ফিরেছো সঙ্গীটিরে নিয়ে;
মন রেখে গেছো এখানেই।
ইচ্ছে পূরণের বালাই ছিলো না মোটেও;
তবুওতো স্মৃতিটুকু নিয়ে গেছো সাথে।


আমি তো পাহাড় নই;
মৌনতার গড়েছি পাহাড়।
ঝর্ণার ধারায় অঝরে ঝরি;
ক্ষয়িষ্ণু পাথরে রেখে যাই ছাপ।


জিতে রহো, জিতে রহো;
তোমার পরাজয় নেই।


রচনাকাল: ঢাকা, ০৭ ডিসেম্বর ২০১৯