তোমার প্রার্থনা কবুল হয়েছে।
তুমি আনন্দিত, উল্লসিত।
সুখের নহর বইছে তোমার চোখের তারা বেয়ে।
চিৎকার করে জানান দিচ্ছো এই আনন্দের কথা।
সঙ্গীতের সুরে সুরে ভেসে যাচ্ছে দূর দূরান্তে।
হাজারো মানুষ থামিয়ে দিয়েছে পথচলা।
মুগ্ধ হয়ে দেখছে তোমার উন্মাতাল নৃত্য, শুনছে গীতলহরী।
সে আনন্দধ্বনি আমার চিত্তে কেনো উঠালো না ঢেউ !
আমি কেনো আগের মতোই পড়ে আছি অন্ধগলির বদ্ধ কুঠরিতে?
তোমার প্রাণের স্পন্দন আমাকে ব্যাকুল করে না কেনো!
আমার সত্তায় মিশে আছো তুমি।
আমার অস্তিত্ব জুড়ে তোমার আত্মার বিচরণ।
তবুও কেনো তোমার প্রার্থনাসঙ্গীতের সুর সেখানে পৌঁছালো না?
তবে কি তোমার প্রার্থনায় আমি নেই?
তোমার মনের মুকুর থেকে মুছে গেছে আমার অবয়ব!


তোমার প্রার্থনা কবুল হয়েছে।
তুমি উচ্ছসিত।
আমি হারিয়ে গেছি তোমার অন্তর থেকে।
তাই তোমার প্রার্থনাসঙ্গীতে আমি নেই।
তোমার আনন্দ আমার কষ্টকে আগলে রাখে না আর।


রচনাকাল: ঢাকা, ০৩ মার্চ ২০১৯