উদভ্রান্ত এক পথিক হেঁটে হেঁটে ভুল পথে;
একদিন পাড়ি দেবে অচেনা অন্য পৃথিবীতে।
সেখানকার কিছুই দেখেনি আগে;
সুযোগও ছিলো না।
জন্মের পরে এই পৃথিবীতে;
চিৎকার করে কেঁদেছিলো।
তারপরে বেড়ে উঠেছে প্রতিদিন প্রতিরাত;
প্রতিনিয়ত দেখেছে অনেক কিছুই।
খেলেছে আলো-আঁধারিতে আনন্দ আর বেদনা নিয়ে;
সঞ্চয় করেছে নিত্য নতুন অভিজ্ঞতা।
শ্বাসপ্রশ্বাসে নিয়েছে আর ছেড়েছে বাতাসের উপাদান;
বিনিময়ে দিয়েছেও কিছু না কিছু এই পৃথিবীর মানুষকে, প্রকৃতিকে।


আজ অপেক্ষায় অন্য পৃথিবীর নতুন রূপ দেখবে বলে;
কিন্তু নেই কোনো পূর্বপ্রস্তুতি।
ধোঁয়াশা আর কুয়াশায় ঢাকা পথের শেষ প্রান্তে এসে;
হিসেব মিলছে না কিছুতেই।
তবুও যেতেই যে হবে অকস্মাৎ;
সবাইকে তো যেতে হয় সেই অচেনা জগতে।


রচনাকাল: ঢাকা, ২৯ নভেম্বর ২০২০