উপড়ে ফেলেছো আমার শিকড় তোমার বাগান থেকে;
কি-ই আর হবে আমার জীবনে তোমার চিহ্ন রেখে!
মুখের হাসি ঠোঁটের ছোঁয়া কিংবা চোখের ভাষা;
আমার শরীরে যা কিছু তোমার গায়ের চিহ্ন ঠাসা।
বুকের পাহাড়ে বুকের নাচন, উষ্ণ জঙ্ঘাদেশ;
ভালোবাসাবাসি প্রতিটা আবেগ প্রতিটা খুশির রেশ।
পায়ের নূপুরে পায়ের পায়েলে আমার পায়ের তাল;
জড়িয়ে রেখেছো অঙ্গে অঙ্গ কতো রাত কতো কাল।


সবকিছু মিছে হয়ে গেলো শুধু বিশ্বাস গেলো তাই;
সোনার মহল এক নিমিষেই পুড়ে পুড়ে হলো ছাই।
ভালোবাসা এতো ঠুনকো, বুঝিনি, করে গেছি  মাতামাতি;
কাঁচের তৈরি চুড়ি বেলোয়ারি ফুলদানি ঝাড়বাতি।
সব সবকিছু ভেঙে দেবো আমি, করে দেবো চূরমার;
আমার হৃদয় ছুরি দিয়ে কেটে তোমাকে করবো বার।
স্মৃতির বাক্স তছনছ করে তোমাকেই দেবো ছুড়ে;
তোমার সীমানা পার হয়ে যাবো, দূর হতে বহুদূরে।


রচনাকাল: ঢাকা, ০৪ মে ২০২৩।