নিজের কাছেই আমি হারি বারবার;
ভাবনার সিঁড়ি ভেঙে ভেঙে অবিরাম।
সকালের ইচ্ছেগুলো দুপুরে হারায়;
বিকেল গড়িয়ে রাতে নেশা জেগে উঠে।


দিনের শূন্য শয্যা রাতে পরিপাটি;
তুমি আসবে তাই পথ চেয়ে থাকি।
ভেজানো দরজা ঠেলে ছায়া হয়ে আসো;
জানালা গলিয়ে আসা জোছনার মতো।


সকালের সোনারোদ গায়ে মেখে মেখে
আলসেমি দূরে ঠেলি; ভুলি তোমাকেও।
আবার রাত্রি এলে নেশা জেগে উঠে;
ঘুমহীন চোখে দেখি তোমার শরীর।


রচনাকাল: ঢাকা, ২৩ জানুয়ারি ২০২১