কদিনেই বদলে গেলে!
এভাবেই বদলে যেতে হয় বুঝি?
গিরগিটি সহজেই বদলে ফেলে গায়ের রঙ।
সমুদ্রের কিছু প্রাণী শত্রুর হাত থেকে নিজেকে বাঁচাতে রঙ বদলায়।
আকাশের রঙ বদল হয় ঋতু পরিবর্তনের সাথে সাথে।
কি কারণে তোমার এ পরিবর্তন?
আমার কি কোনো দায় রয়েছে?
অকপটে বলতে পারো।
নাকি রয়েছে অন্য কারোর দৃষ্টির প্রভাব এতে?
আমি তো আগের মতোই আছি।
তুমি শুধু বদলে গেছো।
কথা বল না আবেগতাড়িত হয়ে, বড্ডো মাপামাপা।
আমার স্পর্শে কেঁপে উঠ না তুমি।
রকমারি ফুলের বাহার তোমাকে উচ্ছসিত করে না।
চোখে নেই আলোর নাচন আগের মতো।
কি হয়েছে তোমার?


বলেছিলে বটে জীবনের রুটিনটা ঠিকঠাক করতে চাও।
গুছিয়ে নিতে চাও।
আমাকে বাদ দিয়ে?
আমার সমস্ত অস্তিত্বকে অস্বীকার করে?
তবে তাই হবে।
আমার ভালোবাসা আর মমতা দিয়ে তোমার এ পরিবর্তনকে গ্রহণ করবো।
তুমিইতো আমার প্রেম, জীবনের আলো।
তোমাকে বিকশিত হতে সাহায্য করাটাই তো আমার দায়িত্ব।


ভালো থেকো লক্ষ্মীটি।


রচনাকাল: ঢাকা, ২৯ নভেম্বর ২০১৮