মশালচি বাতি জ্বালাও, রংমহল ঝলমলে আলোয় হোক রোশনাই।
মালী নিয়ে এসো লাল গোলাপ, সাদা গোলাপ, কালো গোলাপ; হাজার হাজার, অজস্র।
খুশবো ছড়িয়ে যাক হেরেমের খাস কামরা থেকে পথে-প্রান্তরে।
সবাই জানুক, ভালোবাসার লগ্ন এসেছে, বসন্ত দুয়ারে।
শাহেনশার অন্তরে কামনার হুতাশন, কামিনীর অপেক্ষায়।
সানাই বাজবে।
বাঈজী নাচবে তবলচির আঙ্গুলের তালে তালে।
মৃদুমন্দ হাওয়ায় দুলবে পাঙ্খার রঙিন জমিন।


বেগম সাহেবার অবিশ্বাস, অবজ্ঞা আর অবহেলায় অষ্টপ্রহর যন্ত্রণাময় এ জীবন।
শরাবি শাহেনশাহ এভাবেই প্রতিটি রাত রংমহলে কাটিয়ে দেবেন।
মসলিন-হীরা-জহরতে আবৃত,
দাসী আর সখী পরিবৃত বেগম সাহেবা ঘুরে বেড়াবেন প্রাসাদের কানাগলিতে।
সোনার পালঙ্কে শুয়ে নিদ্রাবিহীন হাজার রজনী করবেন পার।
ভালোবাসা প্রান্তরে প্রান্তরে মোহনবাঁশির রাখালিয়া সুরে ভেসে বেড়াবে অনন্তকাল।


রচনাকাল: ঢাকা, ২২ ডিসেম্বর ২০১৮