কাঁচি দিয়ে কেটে করবো ভালোবাসার ব্যবচ্ছেদ।
জানতে হবে ভালো করে ভালোবাসার প্রকারভেদ।
লাইলী-মজনুর ভালোবাসা মরার উপর খাঁড়ার ঘাও।
মমতাজের সমাধিতে শাহজাহানের জীবনটাও।
সিরাজদ্দৌলা ভালোবাসেন আলেয়াকে জীবনভর।
লুৎফুন্নেসা চোখের জলে ভিজিয়ে গেলেন তাঁর কবর।
আরো অনেক গল্প জানি প্রেমপীরিতির দুনিয়ার।
বর্তমানের রীতিনীতি আরো বেশি চমৎকার।
প্রেম হয়ে যায় মোবাইল ফোনে, ফেসবুকের নীল পাতায়।
মনের খবর কজন রাখে কাজকর্মের ব্যস্ততায়।
ঝিমিয়ে থেকে চোখ বুঝে কেউ প্রিয়জনের মন বুঝে।
টপলেসে- কেউ গাউন খুলে রীতিমতো প্রেম খোঁজে।
মেসেঞ্জারের ডায়ালগেও ভালোবাসার খই ফোটে।
চার দেয়ালে বন্দি হয়ে কেউ কেউ বা মাথা কুঁটে।
প্রেম করে ঘর বাধার পরে কেউবা নিজের চুল ছিঁড়ে।
হাজার প্রেমের আনাগোনা লক্ষ কোটি লোকের ভীড়ে।
সফল হয়ে অনেক জুটি সুখে ভরায় জীবনটাকে।
কাউকে দেখি পরকীয়ায় আঠার মতো লেগেই থাকে।
এতো কিছু দেখে শিখেও জীবন আমার কাটলো একাই!
কেউ এলো না সাথী হতে, কারণটা কি জানতে চাই।


রচনাকাল: ঢাকা, ১২ নভেম্বর ২০১৮