মানুষ চেনা নয়তো সহজ, অমানুষেই জগত ভরা;
চোর-ছেঁচড়েই হুমড়ি খেয়ে দিন করে মাত, গলাও চড়া।
বাটপারএ ভয় পায় না এখন, 'বাক বাকুম বাক' বাক ফোটে;
লজ্জা শরম ভয়ে পালায়, গলদঘর্ম- ঘাম ছুটে।


খেঁকশিয়ালও দিনদুপুরে বুক ফুলিয়ে পথ হাঁটে;
দেশী কুত্তা চোখ বুঁজে রয়, আলসেসিয়ান জিব চাটে।
বাহারে বাহা! আজব সময়, গজব পড়ার অপেক্ষায়;
ভাঙবে সমাজ, গড়বে আবার মানুষ গড়ার সুশিক্ষায়।


রচনাকাল: ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২২।