লাগ্ ভেল্কি লাগ্;
দেখ্ রে পিঠা ভাগ।
বানর পিঠা খায়;
পাঠায় ভাগ বসায়।


চারদিকে হইচই;
আমার পিঠা কই!
পিঠা চোরের পেটে;
খা' গা আঙ্গুল চেটে।


ভানুমতীর খেল্;
পাছায় লাগা তেল।
রঙবেরঙের খেলা;
বুঝবি এবার ঠেলা।


রচনাকাল: ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৩।