সত্যির কাছে মিথ্যে হেরে যায়;
অন্ধকার যেমন আলোর কাছে।
সত্যি-ই ভালো, সত্যি-ই সুন্দর;
মানুষ বলছে বলুক।
আমি তো মিথ্যে নিয়েই ভালো ছিলাম;
সত্যিটা জানতে চাই নি।


রাতের অন্ধকারে বদ্ধ প্রকোষ্ঠে শান্তিতেই ছিলাম;
ভালোই ছিলাম তোমাকে নিয়ে।
দিনের বেলা দরজা ফেললে ভেঙে;
আলোয় আলোয় এলোমেলো হয়ে গেলো সব।


সত্যিটা এসে গুড়িয়ে দিয়েছে আমার হৃদয়;
বুকে চেপে আছে জগদ্দল পাথরের মতো।
উজ্জ্বল আলোয় দু'চোখ গেছে অন্ধ হয়ে;
দেখতে পাই না কিছুই।
হৃদয়ে জাগে না কোনো স্পন্দন;
শুধু কানে ভেসে আসে দীর্ঘশ্বাস দূরের কোনো বন্দর থেকে।


রচনাকাল: ঢাকা, ০৪ সেপ্টেম্বর ২০২০।