ভূত খুঁজি গো ভূত খুঁজি, এই সর্ষে দানায় ভূত থাকে;
সর্ষের তেল নাকে দিই, তাই গভীর ঘুমে নাক ডাকে।
চামচারা সব কাজ না করে ব্যস্ত থাকে তেল মালিশে;
আরাম পেয়ে ঘুমিয়ে পড়ি বুক লাগিয়ে কোল বালিশে।
সবাই তখন মওকা খুঁজে ক্ষীরপায়েসের স্বাদ পেতে;
এই ফাঁকে সব ভূত আসে আর লুকিয়ে থাকে সর্ষেতে।


ভূতুড়ে সব কান্ড ঘটে আমার ঘরের চারপাশে;
কাজকর্ম লন্ডভন্ড বারো ভূতের উল্লাসে।
সর্ষে ক্ষেতে ভূতের বাসা, তেল চিকচিক ভূতের টাক;
সর্ষে গাছে লেপ্টে থাকে সব ভূতেদের চেপ্টা  নাক।
সর্ষে গাছের কান্ড কেটে আগুন জ্বেলে মারবো ভূত;
তবেই আমি বাপের বেটা, কাবিল বাপের কাবিল পুত।


রচনাকাল: ঢাকা, ১৪ আগস্ট ২০২১।