ভুত আর পেত্নিরা লীলা করে বাঁশঝাড়ে অমাবস্যার রাতে;
গাবগাছের কুঠুরিতে বসে তাকিয়ে দেখে হতবাক হুতুম পেঁচা।
বাদুড় শরীর উল্টে ঝুলে থাকে মৃতের মতোন;
যেমনটি ঝুলতে দেখেছি ওদের সন্ধ্যায় রমনা পার্কের তালগাছে।
কি আছে ভুত আর পেত্নির লীলাখেলায়;
তার চেয়ে ঢের ঢের লীলা করেছে বিশ্ববেহায়ারা কোনো এক কালে!
মদিরায় আকন্ঠ ডুবে থেকে নৈতিকতার ছবক দিয়ে যায় আজন্ম কলঙ্কিত সাধুপুরুষ;
আয়নায় তাকালে নিজেরই নগ্নরূপ চোখে দেখে তারা।
ভুতুড়ে কান্ড করে ভুতেরই সমালোচনা করে প্রতিদিন;
পত্রিকার পাতায় পাতায় সব ভুত আর পেত্নির ছবি।
ভুত আর পেত্নির লীলাভূমি অমাবস্যার বাঁশবাগান;
মানুষের দিগম্বরী লীলা চলে দিন দুপুরে যত্রতত্র।


রচনাকাল: ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৩।