একটু পরেই রাত পোহাবে, আসবে ভোর।
নেশা তোমার কেটে যাবে, ভাঙবে ঘোর।
ভুলেই যাবে কিসের টানে এসেছিলে।
কোন্ আবেশে কাউকে ভালোবেসেছিলে।
ঘরের কোণে পড়ে থাকা তানপুরাটায়
সুরের নাচন লেগেছিলো তোমার ছোঁয়ায়।
কেঁপে কেঁপে উঠেছিলে কার সোহাগে;
কোন্ সে নারীর বাঁধভাঙা প্রেম-অনুরাগে!
কাজল ছিলো পটলচেরা কার দুচোখে!
ভালোবাসার পাহাড় ছিলো কোন্ সে বুকে!
ভুলে যাবে সকল কথা দিনের বেলায়।
রাখবে তারে সারাটা দিন অবহেলায়।
কাজের মাঝে থাকবে ডুবে সবার সাথে।
আবার তুমি আসবে ফিরে গভীর রাতে!


রচনাকাল: ঢাকা, ১০ নভেম্বর ২০১৮