গয়না পড়ে ময়না নাচে, উদাম নাচ;
মাথার উপর ঝাঁড়বাতিতে রঙিন কাঁচ।
ঘুঙুর বাজে, নুপুর বাজে ঝম-ঝমা-ঝাম;
হাওয়ায় ভাসে সুর, অসুরের ছুটছে ঘাম।


ময়না নাচে ঘাগড়া পরে, উদোম গায়;
সব অসুরের বেহাল দশা, লাল মদিরায়।
রঙ্গশালায় রঙ্গলীলা রাত দুপুরে;
সব হায়েনার চোখ পড়ে রয় ওই নুপুরে।


সব সাপেদের ছোবল খেয়েও ময়না নাচে;
সাপের মাথার মণি পেলে তার জীবন বাঁচে।
রাত্রিশেষে সব হায়েনা যায়, চলে যায়;
ক্লান্ত শরীর, চোখ ঢুলুঢুল, ময়না ঘুমায়।


ঘুমের মাঝে স্বপ্ন দেখে মক্ষীরানী;
সমাজ তাকে ঘৃণাই করে, শুধুই গ্লানি।
রূপলুটেরা সব হায়েনাই হিরো, হিরো;
ময়না শুধুই নাচের পুতুল, জিরো, জিরো।


রচনাকাল: ঢাকা, ২৬ আগস্ট ২০২১।