ব্যাংকে নাকি রাতবিরাতেও টঙ্কা মিলে;
ইচ্ছেমতো উল্টাপাল্টা চেক ভি দিলে।
ভিআইপি তো 'ভি' দেখাবেন দুই আঙ্গুলে;
আমজনতাও আঙ্গুল চুষে কষ্ট ভুলে।


কোটি কোটি নগদ টাকা গানি ব্যাগেই;
লালবাত্তি জ্বলে আমার মানি ব্যাগেই।
আমার টাকা অল্প লাভে ব্যাংকে রাখি;
সব লুটেরা নিচ্ছে লুটে, দিচ্ছে ফাঁকি।


আমজনতার টাকায় চলে ব্যাংক-বেসাতি;
লাভের গুড়ে পিঁপড়ে উড়ে, মাথায় ছাতি।
দশের টাকা এমনি নেবে, লাভ দেবে না;
তালুকদারের তালুক নেবে, দায় নেবে না।


আমার টাকায় ব্যবসা করে আমায় শুষে;
বেশ তো আছি, ভালোই আছি আঙ্গুল চুষে।
আমার ভাগের হক মেরে ওই সওদাগরি;
জিন্দা রহো হাজার বছর, আমরা মরি।


রচনাকাল: ঢাকা, ২৪  সেপ্টেম্বর ২০২১।