প্রিয়া আমি মরে গেলে
তুমি একবার,
দূর থেকে দেখে যেও                                                                                                  
আমার কোমল মুখ খানি ।
কত কষ্ট বুকে নিয়ে ,
বিদায় নিলাম এই আমি ।
ভুল করে চোখে জল এলে,
চুপি সারে মুছে নিও
বুকে জড়ানো ওড়না খানি দিয়ে ।
আমি কি এতোই অযোগ্য ছিলাম
তোমার ভালোবাসার কাছে,
তাই তুমি ফিরিয়ে দিলে
বুকের মাঝে প্রচন্ড আঘাত দিয়ে ।
ভালোবাসা তো ভালোবাসাই !
তবে ভালোবাসলে.........
আঘাত পেতে হয় কেনো ?
এই আঘাত কী শুধু আমারই জন্য,
এই ঘৃনা ও কী শুধু আমারই জন্য ।
তাই পৃথিবী থেকে বুকে
প্রচন্ড কষ্ট নিয়ে,
বিদায় নিতে হলো আমায়
কোন অপবাদ দেবোনা তোমায় ।।